নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩টি শর্ত জুড়ে দিয়েছে ইসলামী ঐক্যজোট।
সোমবার (২০ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই ইঙ্গিত দেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।
দলের মহাসচিব বলেন, ইসলামী ঐক্যজোট কোনো সময় বিনা চ্যালেঞ্জে ফাঁকা ময়দানে গোল করার সুযোগ কাউকে দেয়নি, ভবিষ্যতেও দেবে না।
তবে প্রয়াত মুফতি ফজলুল হক আমিনীর ইসলামী ঐক্যজোট নির্বাচনে অংশ নেওয়ার জন্য ৩ টি শর্ত জুড়ে দিয়েছে। এগুলো হলো- ভোট দিনে হতে হবে, কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধ করতে হবে এবং ঘোষিত তপশিল পরিবর্তন করতে হবে। এই ৩ শর্ত পূরণ হলে দলের মজলিসে শূরা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেবে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। এছাড়া আরও উপস্থিত ছিলেন- দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুর রশিদ মজুমদার, ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা এহতেশাম সারওয়ার, যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা আবুল কাশেম, মাওলানা আলতাফ হোসাইন, প্রচার সচিব মাওলানা আনসারুল হক ইমরান, ছাত্র বিষয়ক সচিব মাওলানা খোরশেদ আলম প্রমুখ।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ