ঢাকা, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

ফের ২ দিনের অবরোধ কর্মসূচি দেবে বিএনপি

প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২৩, ১৬:১১

আবারও দুইদিনের অবরোধ কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপিসহ বিরোধী দলগুলো।

সোমবার (২০ নভেম্বর) এই কর্মসূচি ঘোষণা করবে বিএনপি ও বিরোধী দলগুলো।

জানা গেছে, নির্বাচন কমিশনের (ইসি) তফসিল প্রত্যাখান করে ডাকা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি শেষ হবে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টায়। এরপর একদিনের বিরতি দিয়ে আগামী বুধবার (২২ নভেম্বর) ও বৃহস্পতিবার (২৩ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপিসহ বিরোধী দলগুলো।

রাষ্ট্রপক্ষের আবেদনে পেছাল মির্জা ফখরুলের জামিন শুনানি এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। অবরোধ কর্মসূচি আসতে পারে।

এর আগে গত ২৯ অক্টোবর হরতাল এবং চার দফায় ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করে বিরোধী দলগুলো। আর বর্তমানে পঞ্চম দফায় অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। এ কর্মসূচি মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টায় শেষ হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ