নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্'র বিরুদ্ধে অসাংগঠনিক কার্যক্রমের প্রতিবাদে যুগ্ম আহবায়কের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক ছাত্রনেতা খন্দকার মনিরুজ্জামান টিটু।
বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে রওশন এরশাদ বরাবর লেখা পদত্যাগপত্রে গোলাম মসীহ্'র বিরুদ্ধে নানা অভিযোগ করেন তিনি।
পদত্যাগপত্রে মনিরুজ্জামান টিটু উল্লেখ করেন, গত ২২ আগস্ট ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণে বেগম রওশন এরশাদের সিদ্ধান্তের বিপক্ষে বক্তব্য দিয়ে এই গোলাম মসীহ্ গংরা প্রকাশ্যে অযোগ্য, অদক্ষ ও বিএনপি-জামায়াতের এজেন্ট জিএম কাদেরের পক্ষে অবস্থান নেন। এর মধ্যদিয়ে সারাদেশে বিরোধী দলীয় নেতার সম্মানের হানি ঘটানো হয়। পাশাপাশি এর আগে ২৪ জুন সরকারবিরোধী অবস্থান নিয়ে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের ডাকা বৈঠকে অংশ নেন গোলাম মসীহ্। যেখানে ছিলেন স্বাধীনতাবিরোধী শক্তির রাজনীতিকরাও।
এছাড়া সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের পর থেকে দেশজুড়ে নাম না জানা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের অভিযোগ করেন টিটু।
তিনি বলেন, পরবর্তীতে যাদের অনেকেই খুঁজে পাওয়া যায়নি। সভা, পরিচিত সভা অথবা কর্মী সভার ডাক দিয়ে অনেকে সটকে পরেন। অনেকে ফোন করে অভিযোগ করেন, অনুমতি ছাড়া কেন তার নাম কমিটিতে রাখা হল? এভাবে চলতে থাকে গোলাম মসীহ্'র অসাংগঠনিক কার্যক্রম।
অভিযোগ করে খন্দকার মনিরুজ্জামান টিটু আরও বলেন, সবশেষ বেগম রওশন এরশাদের সিদ্ধান্তকে অমান্য করে প্রকান্তরে গোলাম মসীহ্, জিএম কাদের পন্থীদের পক্ষে অবস্থান নেন। গোলাম মসীহ্ কখনো রাজনীতিক নন। নিজেকে জাতীয় পার্টির সদস্য সচিব পরিচয় দিয়ে চলেছেন। যা এক ধরনের রাজনৈতিক প্রতারণা শামিল। তার সাথে জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে উত্তম রাজনৈতিক সর্ম্পক নেই এবং অনেকেই তাকে ভালোভাবে চেনে না। যা আপনাকে (রওশন) ও পল্লীবন্ধু অনুসারীদের চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। আর এসব কারণে রওশন এরশাদের নেতৃত্বের প্রতি আনুগ্যত প্রকাশ করে সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়কের পদ থেকে পদত্যাগ করেছি।
নয়া শতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ