নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ডেঙ্গু প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। একইসঙ্গে ডেঙ্গু কেন এবার এত ভয়াবহ রূপ নিয়েছে তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্ স্বাক্ষরিত এক বিবৃতি তিনি এ আহ্বান জানান।
বিবৃতি রওশন এরশাদ বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনকে আরও কর্ম তৎপরতা বাড়াতে হবে। কীটনাশক দিয়ে মশা মারতে হবে। সিটি করপোরেশনের কর্মী দিয়ে বাসাবাড়ির আঙিনা পরিস্কার-পরিচ্ছন্ন রেখে এডিস মশা নিধন করতে হবে। ডেঙ্গুর ভয়াবহ কারণ খুজে বের করে সেই মোতাবেক প্রতিরোধের ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, ঢাকা শহরসহ সারাদেশে ডেঙ্গু জ্বর ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। হাসপাতালগুলোতে ভরে উঠেছে ডেঙ্গু রোগীতে। আক্রান্তদের ডেঙ্গু পরীক্ষা করতে ভোগান্তির শেষ নেই। ৮ ধরনের পরীক্ষা করে নিশ্চিত হতে হয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে কিনা। দ্বারে দ্বারে ঘুরতে হয় এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। এমনি কঠিন অবস্থা অতিক্রম করছে আক্রান্ত হওয়া রোগী ও সাধারণ মানুষ।
বিরোধী দলীয় নেতা বলেন, ডেঙ্গু জ্বরে মৃত্যুর হার দেখে দেশের মানুষ শঙ্কিত। ডেঙ্গু জ্বর জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে। প্রতিরোধের দ্রুত ব্যবস্থা নিতে হবে। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও এই মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলো ও সিটি করপোরেশনকে সমন্বয় রেখে ডেঙ্গু প্রতিরোধের কাজ করতে হবে। হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সিটের ব্যবস্থা করার পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় সবধরনের সেবা নিশ্চিত করতে হবে।
রওশন এরশাদ আরও বলেন, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। হাসপাতালের পর্যাপ্ত ঔষধ সরবরাহ এবং ডাক্তারদের সার্বক্ষণিক রোগীদের দেখা-শুনা করতে হবে। যেহেতু এডিস মশা ডেঙ্গু ছড়ায় সেহেতু এডিস মশা মারতে হবে।
জাপার প্রধান পৃষ্ঠপোষক বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত বিশেষজ্ঞ দিয়ে পাড়া-মহল্লায় মানুষকে সচেতন করার ব্যবস্থা করা। সাধারণ মানুষ ও আক্রান্ত রোগীকেও বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক চলতে হবে। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়কে এডিস মশা ও ডেঙ্গু জ্বর সম্পর্কে সাধারণ নাগরিকদের সচেতন করার জন্য জোর প্রচার-প্রচারণা চালাতে হবে।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ