ঢাকা, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মৌচাকে ককটেল বিস্ফোরণ 

প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২৩, ২২:২৪
ছবি- সংগৃহীত

রাজধানীর মৌচাকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২০ নভেম্বর) রাত ৮টার পর এই ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্বৃত্তরা মৌচাকে একটি ককটেল বিস্ফোরিত করেছে বলে রাতে আমাদের কাছে খবর আসে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা আছেন। এই ঘটনায় কেউ হতাহত হয়েছে বলে তথ্য নেই।

এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে সোমবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে আদালত এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ