ঢাকা, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

মিরপুরে পানি থেকে ওঠানো সেই শিশুটি এখন সুস্থ

প্রকাশনার সময়: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৬ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৭
ছবি- সংগৃহীত

রাজধানীর মিরপুরে প্রবল বৃষ্টিতে জমা পানিতে বিদুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মা-বাবা-বোন মারা গেলেও অলৌকিকভাবে বেঁচে গেছে ওই পরিবারের ৯ মাসের এক শিশু পুত্র।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ৯ মাসের ওই শিশুর নাম হোসেন। দুর্ঘটনার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় শিশুটির মা মুক্তা (২৫), বাবা মিজান (৩৫), তাদের এক মেয়ে লিমা (৭) ও প্রতিবেশী অনিক (১৮) মারা যান। তাদের মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে।

শিশুটিকে উদ্ধারকারী তৃতীয় লিঙ্গের বৃষ্টি ও আমেনা এসব তথ্য জানিয়েছেন। তারা বলেন, ‌‘শিশুটি পানিতে ভাসছিল, দেখতে পেয়ে পা ধরে ওঠাই। পরে আশপাশের মহিলারা তাকে বাসায় নিয়ে রসুনের তেল মাখায়। পরে যখন তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল, দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে রাত সাড়ে ১২টার দিকে ভর্তি করাই। ’

উদ্ধারকারী বৃষ্টি ও আমেনা আরও বলেন, ‘প্রথমে চিকিৎসকরা শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি করান। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে আজ শুক্রবার সকালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ছেড়ে দেন। এরপর আমরা শিশুটিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অন্য স্বজনরা রয়েছেন। বর্তমানে শিশুটি তাদের কাছে রয়েছে। ’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির বাসা মিরপুরে কমার্স কলেজের কাছে ঝিলপাড় বস্তির বিপরীত পাশে।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ