ঢাকা, বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০, ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

আইসিডিডিআরবি’র নামে ‘ভুয়া’ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে সতর্কতা

প্রকাশনার সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০০
ফাইল ছবি

আইসিডিডিআরবি’র নাম ও লোগো ব্যবহার করে ১৪ হাজার ৫০০ টাকা বেতনে ‘ওয়ার্ড স্বাস্থ্যকর্মী’ পদে নিয়োগের নামে ভুয়া চাকরির বিজ্ঞপ্তির বিষয়ে সতর্কতা জারি করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ।

প্রতিষ্ঠানটি বলছে, এমন কোনো চাকরির বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেনি।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আইসিডিডিআরবি’র অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি আমাদের চোখে একটি ভুয়া চাকরির বিজ্ঞপ্তি নজরে এসেছে। বিজ্ঞপ্তিটিতে দাবি করা হয়েছে- আইসিডিডিআরবি’র ওয়ার্ড স্বাস্থ্যকর্মী নিয়োগ করছে। আইসিডিডিআরবি এই ধরনের কোনো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। আইসিডিডিআরবির চাকরি সম্পর্কিত যেকোনো তথ্য শুধু প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের ক্যারিয়ার পাতায় (www.career.icddrb.org) দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে আইসিডিডিআরবি কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন করে না। এখানে অর্থের বিনিময়ে কোনো পর্যায়ের কোনো কর্মকর্তা বা কর্মচারী নিয়োগের কোনো সুযোগ নেই।

চাকরি দেওয়ার নামে কেউ যদি অর্থ দাবি করে থাকেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

নয়া শতাব্দী/এমবি/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ