নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
রাজধানীতে চুরি করার অভিযোগে মো. জুলহাস (৩১) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (০৪ সেপ্টেম্বর) মিরপুর মডেল থানার আহম্মদনগর পাইকপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার জুলহাস গত মার্চ মাসে চুরি করতে গিয়ে ধরা পরেন। মে মাসে জামিনে বের হন। এরপর আবারও চুরি করতে গিয়ে ধরা পরেন জুলহাস।
পুলিশ জানায়, জুলহাস একজন পেশাদার চোর। নগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। তিনি বিভিন্ন বাসাবাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার চুরি করেন। চুরি করতে গিয়ে ধরা পরলেও জামিনে বের হয়ে আবারও চুরি শুরু করেন তিনি। শুধু এই বছরই তিনি ৩ বার গ্রেফতার হন। কিন্তু প্রতিবারই জামিনে বের হয়ে আবারও চুরি শুরু করেন। সর্বশেষ গ্রেফতার জুলহাস গত মার্চ মাসে চুরি করতে গিয়ে ধরা পরেন। মে মাসে জামিনে বের হন। এরপর আবারও গতকাল সোমবার মিরপুর মডেল থানার আহম্মদনগর পাইকপাড়া ফিরোজা ভিলায় চুরি করতে গিয়ে ধরা পরেন। এলাকাবাসী ৯৯৯ এ ফোন করলে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। পরে তল্লাশি করে তার কাছ থেকে ১১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ