ঢাকা, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৮ জিলকদ ১৪৪৪
পুলিশের ওপর হামলা

বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ২ মামলা

প্রকাশনার সময়: ২৪ মে ২০২৩, ১৬:৩৬

রাজধানীর ধানমন্ডিতে বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা, সংঘর্ষ ও নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ। দুই মামলায় ৫২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

বুধবার (২৪ মে) দুপুরে মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া।

তিনি বলেন, ‘মঙ্গলবার বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে। একটি পুলিশের ওপর হামলা ও আরেকটি নাশকতার।’

ওসি বলেন, ‘দুই মামলায় এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২৭ জনকে। পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত আজ আদালতে পাঠানো হয়েছে। তাদের তিন দিনের রিমান্ড চাওয়া হবে। অন্য মামলায়ও পরবর্তীতে রিমান্ড চাওয়া হবে।’ এর আগে মঙ্গলবার (২৩ মে) রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘মঙ্গলবার বিএনপির পূর্ব নির্ধারিত পদযাত্রা ছিল। বাংলাদেশ মেডিক‌্যাল থেকে শুরু হয়ে পদযাত্রাটি আসার কথা ছিল সিটি কলেজ পর্যন্ত। শান্তিপূর্ণভাবে তারা পদযাত্রা শুরু করেছিল। সায়েন্স ল্যাব পর্যন্ত আসার পর সব সিনিয়র লিডাররা চলে যান। পদযাত্রা শেষের সারি থেকে কিছু ছেলে পুলিশের উপর চড়াও হয়। তারা ইট-পাটকেল মারে। ব্যানারের লাঠি দিয়ে পুলিশকে লাঠিপেটা করে। এর মধ্যেই তারা বিআরটিসির একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেও পুরোপুরি জ্বালিয়ে দিতে ব্যর্থ হয়। পরে বাসের গ্লাস ভেঙেছে। এই সংঘর্ষে আমাদের ১২/১৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।’

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ