ঢাকা, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

আদালতে ককটেল বিস্ফোরণে জড়িতরা শনাক্ত

প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২৩, ১৯:২২ | আপডেট: ২০ নভেম্বর ২০২৩, ১৯:৩২

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করেছে পুলিশ। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (২০ নভেম্বর) বিকেল ৩টা ৫৩ মিনিটে এ ঘটনা ঘটে।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, বোরকা পরিহিত এক নারী ও এক পুরুষ মহানগর দায়রা জজ আদালতের চারতলা থেকে ককটেল সদৃশ বস্তু নিচে ফেলেন। এ সময় তাদের সঙ্গে এক ছোট শিশুও ছিল। এরপর তারা দ্রুত আদালত চত্বর থেকে চলে যান।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুন জানান, বোরকা পরিহিত নারী তার ব্যাগ থেকে ককটেল বের করে দেন। পরে সঙ্গে থাকা পুরুষ ককটেলটি উপর থেকে নিচে ছুড়ে ফেলেন।

এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতারে বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে লালবাগ জোনের ডিসি জাফর হোসেন বলেন, আদালতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যারা এ কাজ ঘটিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারে প্রক্রিয়া চলমান।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ