নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ'র আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
পরে তিনি বলেন, আমি ঢাকা-১৭ আসন ও টাঙ্গাইল-১ আসন থেকে দু'টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।
এদিন সকাল ১০টায় তৃতীয় দিনের মতো রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়। রোববার পর্যন্ত দুই দিনে ২২৮৬টি ফরম বিক্রি হয়েছে। এতে আওয়ামী লীগের আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ