নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এলাকাভিত্তিক সন্ত্রাসীদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ তালিকায় কারাগার ও কারাগারের বাইরে থাকা সন্ত্রাসীদের নাম থাকবে বলে জানায় সংস্থাটি।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর কাওরানবাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সাভারে একই পরিবারের তিনজনকে খুনের ঘটনায় মূল হোতাকে গ্রেপ্তারের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ র্যাব কর্মকর্তা বলেন, আমাদের ব্যাটালিয়নগুলোকে এলাকাভিত্তিক সন্ত্রাসীদের তালিকা করতে বলেছি। যারা বড় বড় সন্ত্রাসী আছেন, এর মধ্যে কারা ভেতরে আর কারা বাইরে আছেন, তাদেরও নাম থাকবে। কারাগার থেকে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে র্যাবের মুখপাত্র বলেন, কারাগারে বসে অপরাধ বা বিদেশে বসে অপরাধ, সবই অপরাধ। যিনি কারাগারে আছেন, তিনিও তার আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করছেন। একটা নির্দিষ্ট সময় পরপর মোবাইল ফোন ব্যবহার করা বা ফোনে কথা বলা, এটাও কিন্তু তার একটি নাগরিক অধিকার হিসেবে তিনি করে যাচ্ছেন। কিন্তু এ ক্ষেত্রে একজন কয়েদির যে অধিকার, মানবাধিকার সেটাকে তারা মিস ইউস করছেন।
আল মঈন বলেন, এ সামগ্রিক বিষয়টির ব্যাপারে কিন্তু যারা স্টেক হোল্ডার তারা সবাই অবগত আছেন। বিভিন্ন সময়ে তারা পদক্ষেপ গ্রহণে তথ্যও পাচ্ছেন। যারা আইন পর্যালোচনা করেন তাদের আমরা যে ইনপুটগুলো, যে তথ্য আমরা দিয়ে থাকি, তারা হয়তো সিদ্ধান্ত নেওয়ার কাজটি করতে পারবে।
এর আগে গত সোমবার সদ্য নিয়োগ পাওয়া ডিএমপি কমিশনার হাবিবুর রহমান নির্বাচনকে সামনে রেখে অস্ত্রের ঝনঝনানির আশঙ্কা করেন। এর একদিন পর র্যাবের পক্ষ থেকে সন্ত্রাসীদের এলাকাভিত্তিক তালিকা করার ঘোষণা এলো।
আগামী জানুয়ারির শুরুতে দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। যদিও নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে সরকারি ও বিরোধী দলগুলোর বিরোধ চরম পর্যায়ে পৌঁছেছে। এ কারণে আগামী দিনগুলোতে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। তবে নির্বাচন কমিশন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচনের প্রস্তুতি পুরোদমে নিচ্ছে। প্রতিবারই নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হয়। এবারও নির্বাচনের আগে দেশে স্থিতিশীলতা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে তাদের তৎপরতা শুরু করেছে।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ