ঢাকা, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

মা‌র্কিন আন্ডার সেক্রেটারির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রকাশনার সময়: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৬ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৯

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

বৃহস্প‌তিবার (২১ সে‌প্টেম্বর) নিউ ইয়র্কে জা‌তিসং‌ঘ সাধারণ প‌রিষ‌দের সাইড লাই‌নে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন তারা।

বৈঠকে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন‌্যবাদ জানান আন্ডার সেক্রেটারি আজরা। রো‌হিঙ্গা ইস‌্যু‌তে সহ‌যো‌গিতায় দুই দে‌শের অংশীদ‌া‌রিত্বের শক্তিশালী উদাহরণ হি‌সে‌বে উল্লেখ ক‌রেন তিনি।

মা‌র্কিন দূতাবাস জানায়, আন্ডার সেক্রেটারি এবং প্রধানমন্ত্রী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে গণতন্ত্র ও অবাধ নির্বাচনের অগ্রগতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশের অংশীদার হি‌সে‌বে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনসাধারণের আহ্বানকে সমর্থন করতে চায় যুক্তরাষ্ট্র।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ