ঢাকা, বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০, ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

বিএনপির ফাঁদ থেকে আমরা সতর্ক আছি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশনার সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৩ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৯

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, একদফা দাবি বলে বিএনপি ফাঁদ পাতার চেষ্টা করছে। এই ফাঁদ থেকে আমরা সতর্ক আছি। একদফা দাবি বলে কিছু নেই।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টায় রাজশাহীতে কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শাহরিয়ার আলম আরও বলেন, পৃথিবীর সব দেশেই এখন সাইবার আইন আছে। কানাডায় আইন আছে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো নিউজ শেয়ার করা যায় না। রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের যেটা করা দরকার সেটাই করা হবে।

চারঘাট থানার ওসি মাহবুবুল আলমের অডিও ক্লিপ ফাঁসের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি হিসেবে আমরা প্রতিদিন কয়েকশ সুপারিশ করি। কিন্তু আমার নির্বাচনী এলাকায় পোস্টেড হতে হবে বা কাউকে ট্রান্সফার করে দিতে হবে, আমি এমনটা কখনো করিনি। ঘটনার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে।

কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ