নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
আওয়ামী লীগ থেকে আদম তমিজী হককে স্থায়ী বহিষ্কার করতে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। একইসঙ্গে আদম তমিজী হককে 'দেশদ্রোহী' আখ্যা দেওয়া হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি স্বাক্ষরিত এক চিঠিতে এই স্থায়ী বহিষ্কারের প্রস্তাবনা দেওয়া হয়। তাকে স্থায়ী বহিষ্কারের জন্য তিনটি কারণ উল্লেখ করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
চিঠিতে বলা হয়েছে, অতিসম্প্রতি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আদম তমিজী হক কর্তৃক তার বাংলাদেশের পাসপোর্ট পোড়ানো ও আওয়ামী লীগ ও এর নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে অশ্লীল গালাগাল এবং লাইভ সম্প্রচারের ভিডিও চিত্র হাতে আসায় আমরা বিস্মিত ও মর্মাহত হয়েছি।
এতে বলা হয়, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ইং-এ মহানগর উত্তর আওয়ামী লীগের এক জরুরি সভায় আদম তমিজী হককে রাষ্ট্রদ্রোহী কর্মকণ্ড ও দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগের সংশ্লিষ্ট প্রমানাদি (ভিডিও চিত্র) প্রাপ্তি সাপেক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পদ থেকে অব্যহতি প্রদান করা হয়।
স্থায়ী বহিষ্কারের সুপারিশ জানিয়ে চিঠিতে আরও বলা হয়, এতএব, মাননীয় সভানেত্রী আমরা তাকে মহানগর উত্তর আওয়ামী লীগ এর নির্বাহী কমিটির সদস্য পদ ও প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করছি।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ