নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের অন্যতম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর রহমান ওরফে তৌহিদকে (৩১) গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২১ জানুয়ারি) রাতে র্যাব-২ এর একটি দল যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
রোববার এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-২ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুল হক।
তিনি জানান, গ্রেফতার তৌহিদ সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুন্যালের ইস্যুকৃত গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক জঙ্গি আসামি। এছাড়া সে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে বিগত ১১ বছর যাবৎ আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে জঙ্গি সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিল। তৌহিদ টাঙ্গাইল জেলার গোপালপুর থানার তোফাজ্জল হোসেনের ছেলে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ